বালিয়াডাঙ্গীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা

মোঃ ইলিয়াস আলী, নিজস্ব প্রতিবেদকঃ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের কাঁচকালী বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক ঔষুধ ফার্মেসীর মালিক কে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার ২৭ই অক্টোবর দুপুর ১২ টার সময় ঠাকুরগাঁও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ সাদী এবং বালিয়াডাঙ্গী থানা পুলিশ অভিযান চালিয়ে এ জরিমানা করেন।

ঠাকুরগাঁও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ সাদী জানান, ফারুক ফার্মেসী স্টোরে মেয়াদউর্ত্তীন ঔষুধ পাঁওয়ায় ফার্মেসীর মালিক ওমর ফারুককে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে ৷

তিনি উপস্থিত ক্রেতাদের উদ্দেশ্যে আরো বলেন, আপনারা সকলে ঔষুধের তারিখ, মূল্য ও কোম্পানীর নাম দেখে ঔষুধ কিনবেন ৷