
স্বপন কুমার রায়, খুলনা ব্যুরো প্রধান:
খুলনার দাকোপের চুনকুড়ি নদী থেকে অবৈধ্যভাবে বালু উত্তোলন করার দায়ে বালু ব্যবসায়ী মোঃরুমন গাজীকে তিনলক্ষ টাকা আর্থিক জরিমানা ও ১৫ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। খুলনার দাকোপ উপজেলার চুনকুড়ি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে ২৫ অক্টোবর সোমবার বিকাল ৪ টার দিকে উপজেলার পোদ্দারগঞ্জ এলাকা সংলগ্ন চুনকুড়ি নদীতে অভিযান পরিচালনা করে এ দন্ড দেওয়া হয়।এ সময় বালু খননরত অবস্হায় রুমানের খননযন্ত্রটি জব্দ করেন ভ্রাম্যমান আদালতের হাকিম নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব মাহমুদ পাশা। রুমান দির্ঘদিন ধরে ইঞ্জিনচালিত খননযন্ত্রের সাহায্যে অবৈধ্যভাবে বালু উত্তোলন করে আসছিলো।
দাকোপ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গালিব মাহমুদ পাশা এ অভিযান পরিচালনা করেন। পরে ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব মাহমুদ এর নিকট অপরাধ স্বীকার করায় চালনা বাজারের বাসিন্দা হারকিত গাজীর ছেলে রুমন গাজীকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৩ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। তাৎক্ষণিক জরিমানার টাকা পরিশোধ না করায় তাকে অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আদালতের হাকিম উপজেলা সহকারী কমিশনার( ভুমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব মাহমুদ পাশা বলেন অবৈধ্যভাবে বালু উত্তোলনের দায়ে বালু ও মাটি ব্যবস্হপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় মোঃরুমন গাজীকে তিনলক্ষ টাকা আর্থিক জরিমানা ও ১৫ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। , পোদ্দারগঞ্জ ফেরিঘাট পার হওয়ার সময় দেখি নদীতে খননযন্ত্র (ড্রেজার মেশিন) বসিয়ে বালু উত্তোলন করছে। তাৎক্ষণিক একটি ট্রলার নিয়ে অভিযান চালিয়ে খননযন্ত্রটি জব্দ করা হয়। তবে ড্রেজারের মালিক না থাকায় তাতে থাকা সহযোগী রুমন গাজীকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।