হবিগঞ্জের চুনারুঘাটের শানখলা বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

মীর দুলাল, হবিগঞ্জ জেলা প্রতিনিধি:

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের শানখলা বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন!

মঙ্গলবার (২৬ অক্টোবর)২১ ইং দুপুর সারে ১২ ঘঠিকায় সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র পালের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত চলিতার আব্দা মৌজার ১ নং খাস খতিয়ানভুক্ত জায়গায় নির্মিত ৩ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়!

দীর্ঘদিন যাবত এলাকার কিছু প্রভাবশালী মহল সরকারী জমি দখল করে স্থাপনা তৈরী করে রেখে আসছিল।

উচ্ছেদ অভিযানে চুনারুঘাট থানা পুলিশের একটি দল ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করে।

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র পাল।
সরকারী খাস জমি সরকারে অধিনে রাখা সরকারী কর্মচারীদের কর্তব্য।