হরিপুরে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে মতবিনিময় সভা 

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের হরিপুরে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি এর ভার্চুয়াল মতবিনিময় সভার সাথে সংগতি রেখে গতকাল বুধবার বিকাল ৪ঘটিকার সময় হরিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল করিমের সভাপতিত্বে উপজেলা সভাকক্ষে উপজেলার সকল মসজিদের ইমাম ও মন্দিরের পুরোহিত, আদিবাসীর প্রতিনিধি সহ স্থানীয় নেতৃবৃন্দদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভা শেষে উপজেলা পরিষদ গেটের সামনে পাকা রাস্তার পাশে দাঁড়িয়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে জনসম্মুখে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউল হাসান মুকুল, হরিপুর থানা অফিসার ইনচার্জ মোঃ তাজুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম পুষ্প, হরিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রসিদ প্রমুখ।