
আছমা আক্তার আখি,পঞ্চগড় প্রতিনিধি:-
পঞ্চগড় ১নং অমর খানা ইউনিয়নে আবারো মাহিলা মেম্বার মোছাঃ শাহানাজ পারভিন বিউটি কে চায় স্থানীয় এলাকার ভোটাররা। গত কাল রাতে এক মতবিনিময় সভায় এমনটি সরেজমিনে গিয়ে দেখা গেছে। আলোচনায় এলাকার মহিলা-পুরুষের উপস্থিতি ছিল চোখে পরার মত। এলাকাবাসি বলেন মোছাঃ শাহানাজ পারভিন বিউটি গত ৫ বছরে আমাদের এলাকার গরিব দুঃখি মানুষের জন্য, ব্যাপক হারে কাজ করে গেছেন। তাই এবারও আমরা তাকেই ক্ষমতায় দেখতে চাই। পঞ্চগড় অমরখানা ইউনিয়নের ৩-৫-৯ নং ওয়ার্ডের মানুষের সাথে কথা বলে জানা গেছে । শাহানাজ পারভিন বিউটি, ঝড় বিষ্টির রাতে কাছে পেয়েছেন তারা। তাছাড়া এলাকার কালবাট বিধবা ভাতা সহ নিরলস ভাবে কাজ করেছেন তিনি। তার কাজে সন্তুষ্ট হয়, পঞ্চগড় সদর উপজেলা পরিষদ থেকে একমাত্র পুরস্কারপ্রাপ্ত মোছাঃ শাহানাজ পারভীন বিউটি। তাই এবারও এলাকার ভোটাররা তাকেই নির্বাচিত করবেন বলে আশ্বাস দেন। এদিকে শাহনাজ পারভীন বিউটি তার বক্তব্যে বলেন আমি এই ৫ বছর যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে আপনারা আমাকে ভোট দেবেন এটাই আমার দাবি। কেননা আমি সবাইকে আমার পরিবারের লোকের মতন ভেবেছি। একথা বলে শাহনাজ পারভীন বিউটি কান্নায় ভেঙ্গে পড়েন।এবং বলেন আমি আজ আবারো আপনাদের খেদমত করার জন্য একটি করে ভোটের দাবি জানাচ্ছি সবাই আমাকে একটি করে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।ইউপি সদস্য শাহনাজ পারভীন বিউটি এর স্বামী মোঃ আক্কাস আলী বলেন শুধু আমার স্ত্রী নয় আপনারা সর্বখন আমাকে ডাকলে কাছে পেয়েছেন আমার সাধ্যমত আপনাদের সেবা করে গেছি। আবারো করতে চাই। আপনারা আমার স্ত্রী শাহনাজ পারভীন বিউটিকে আবারো আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করুন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমার দায়িত্বের পালনে কোন অবহেলা হবে না।