
হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার প্রায় সব মহলের আস্থা ও ভালবাসা কুরিয়েছেন জন নন্দিত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আব্দুল করিম। আজ তাঁর ৩৯ তম জন্মদিন। সর্বস্তরের মানুষের শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি। তাঁর ৩৯ তম জন্মদিন উপলক্ষে ২৭শে অক্টোবর বুধবার সকাল ১১ টায় হরিপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জিয়াউল হাসান মুকুল, কৃষি কর্মকর্তা মোঃ রুবেল হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আজিজার রহমান, হরিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রসিদ, সহকারী শিক্ষা অফিসার রবিউল ইসলাম, ভুমি অফিসার কাঁনুনগো সইদুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা প্রভাত চন্দ্র শর্মা, উপ-সহকারী প্রকৌশলী নেহারুল, সিএ মইনুল হক, প্রমুখ। এছাড়াও তাঁকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানান বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।