আসন্ন ইউপি নির্বাচন! স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবুল হোসেনের উঠান বৈঠক 

নিজস্ব প্রতিবেদক:-

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জমে উঠেছে ইউপি নির্বাচন। নির্বাচন কে ঘিরে প্রতিটি প্রার্থী উঠান বৈঠক সহ নানা ভাবে নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

মঙ্গলবার (২৬ অক্টোবর) রাত ৮ টায় কুমারগন্জ ছেলিয়া পাথার গ্রামে বিপুল সংখ্যক মানুষের সমাগমে উঠান বৈঠক করেছেন এবারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবুল হোসেন। ২৭ অক্টোবর নির্বাচনী প্রতীক বরাদ্দ হবে বলে উপজেলা নির্বাচন অফিস থেকে জানা গেছে।

আলহাজ্ব আবুল হোসেন বলেন , ২ নং নেকমরদ ইউনিয়নবাসীর সমর্থনে নিয়ে আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি। সবাই যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন। তাহলে আমি প্রধানমন্ত্রীর স্বপ্ন ডিজিটালায়ন সেই লক্ষ্য নিয়ে কাজ করে যাব। আমি সকলের দোয়া ও ভালোবাসা প্রার্থনা করছি।

উল্লেখ্য যে, ১১ নভেম্বর উপজেলার ৫ ইউনিয়নে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।