পুলিশের চাকরি দেওয়ার নামে প্রতারণা প্রতারক চক্রের তিন সদস্য গ্রেফতার

ময়মনসিংহ ব্যুরোঃ
ময়মনসিংহে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চাকুরি দেয়ার নামে প্রতারণার অভিযোগে তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এরা হলো-মোঃ ছামিউল আলম (৬৬), মোঃ জালাল উদ্দিন (৭৫) ও মোঃ মারুফ মিয়া (১৯)।

দুপুরে ডিবি কার্যালয়ে প্রেস বিফ্রিং এ একথা জানান জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম। তিনি জানান, প্রশাসনের উচ্চ পদস্থ ব্যক্তির ভুয়া পরিচয় দিয়ে এবং ভুয়া প্রবেশপত্র তৈরী করে তারা সাধারণ মানুষের কাছে পুলিশের কনস্টেবল পদে চাকুরী দেয়ার নামে টাকা হাতিয়ে নিচ্ছিল।

এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ তাদেরকে আটক করে। অভিযুক্তরা ঘটনার সত্যতা স্বীকার করে। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি এবং অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

ডিবি পুলিশ জানায়, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পর অনলাইনে আবেদন লপা বাতিল হয়। পরে সে ভূয়া প্রবেশপত্র তৈরী করে নিয়োগ বোর্ডে গেলে তার প্রবেশপত্র ভূয়া হিসাবে ধরা পরলে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ভূয়া প্রবেশপত্র তৈরীকারী হামিদুল ইসলামের ব্যবহৃত কম্পিউটারটি জব্দ করা হয়।

ডিবির ওসি আরো জানান, এ সব প্রতারকচক্রের নামে পৃথক মামলা হয়েছে। প্রতারকচক্রের অন্যান্যদের গ্রেফতারে অভিযান চলছে। মঙ্গলবার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।