হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পুলিশের অভিযানে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

মীর দুলাল, হবিগঞ্জ জেলা প্রতিনিধি:

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পুলিশের অভিযানে ৫বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী কে গ্রেফতার করেছে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ।

মঙ্গলবার (২৬ অক্টোবর) ২১ইং ভোর রাতে অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব, শায়েস্তাগঞ্জ থানা নির্দেশে এসআই (নিঃ) স্বপন চন্দ্র সরকার, এএসআই (নিঃ) বিধান রায়, সঙ্গীয় কং /৫৯৯ সোহরাব হোসেন, কং/১০০১ আরাফাত হোসেন সহ শায়েস্তাগঞ্জ থানাধীন ব্রাহ্মনডোরা গ্রামে অভিযান পরিচালনা করিয়া জিআর-০২/০৫ (শায়েস্তা), ধারা-৩২৬ পেনাল কোড এর ০৫ (পাঁচ) বছরের সশ্রম কারাদন্ড ও ১০,০০০/-টাকা অর্থদন্ডে দন্ডিত আসামী-আব্বাস আলী, পিতা-মো: জহুর আলী, সাং-ব্রাহ্মনডোরা, থানা-শায়েস্তাগঞ্জ,

অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দের গ্রেফতার এর বিষয় টি নিশ্চিত করেন।

তিনি জানান গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে মাধ্যমে সাজা আসামী কে কারাগারে প্রেরণ করা হয়েছে!