
মোঃ ইলিয়াস আলী, নিজস্ব প্রতিবেদকঃ
আসন্ন তৃতীয় ধাপের ১০০৭ ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা অনুযায়ী ভোট গ্রহণ আগামী ২৮ নভেম্বর ৷ সেই তফসিল অনুযায়ী ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ৮টি ইউপিতেও ভোটগ্রহণ আগামী ২৮ নভেম্বর ৷ আসন্ন ইউপি নির্বাচনে উপজেলার ৬নং ভানোর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মধ্য ভানোর,গুড়িয়াবস্তী ,সরকারপাড়া,সুতাহাড়পাড়া, ঝাড়বস্তী, কাঁচকালী-কাঁচকালী দক্ষিণপাড়া, শাহাপাড়া, ঝলঝলী, নেংটিহাড়া ও নেংটিহাড়া হিন্দু পাড়া গ্রামের মেম্বার পদপ্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন সৎ-যোগ্য ও সমাজ সেবক দুই দুইবারের সফল নির্বাচিত বর্তমান মেম্বার মোঃ ইউসুফ আলী । সাধারণ মানুষের কাছে তিনি ব্যাপক সু-পরিচিতি লাভ করেছেন এবং একজন সমাজ সেবক হিসেবে প্রশংশিত ওয়ার্ড বাসীর কাছে।
জানা যায়, সকলের দোয়া সহযোগিতা ও ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে, দীর্ঘদিন ধরে তিনি নিজেকে ব্যস্ত রেখেছেন সাধারণ মানুষের সেবায়। সাধ্য অনুযায়ী সাহায্য করেছেন সাধারণ মানুষকে।
করোনার মহাদুর্যোগেও তিনি তার সাধ্য অনুযায়ী সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করে গেছেন । এ ভাবে আবারো তিনি নিজেকে মানুষের সেবায় উৎসর্গ করে দিতে চান।
তার নির্বাচনী এলাকার একাধিক ভোটার জানান, তিনি তাদের সকল বিপদে-আপদে এগিয়ে আসেন। রাত-দিন যখনই চাই আমরা তাকে পাশে পাই। আসন্ন আগামী ২৮ নভেম্বর ৬নং ইউনিয়ন পরিষদ নির্বাচনে উন্নয়নের স্বার্থে ১নং ওয়ার্ডবাসী এবারেও সমাজসেবক মেম্বার হিসেবে ইউসুফ আলীকে দেখতে চায় আমরা । সকল শ্রেণি-পেশার মানুষ তার আচার-আচরণে মুগ্ধ।
এ ব্যাপারে ইউপি সদস্য পদপ্রার্থী মোঃ ইউসুফ আলী বলেন, আমাকে যদি জনগণ পুনরায় নির্বাচিত করেন। তাহলে আমি আমার ১নংওয়ার্ড বাসীর অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করবো, ইনশাআল্লাহ। আমি আমার ওয়ার্ডের সকল ভোটার সহ সকল মা- বোনদের কাছে দোয়া ও ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আশাবাদী।