সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর পঞ্চগড় শাখা কার্যালয় এর আয়োজনে বিশেষ উন্নয়ন সভা অনুষ্ঠিত

আছমা আক্তার আখি, পঞ্চগড় প্রতিনিধি:-

আজ রবিবার( ২৪ অক্টোবর) সকাল ১০ টা থেকে সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোং লিঃ লিমিটেড এর উন্নয়ন সভা অনুষ্ঠান হয়েছে। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স এর পঞ্চগড় জেলার সকল কর্মী ও কর্মকর্তাবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের গ্রাহক ও কর্মী সমাবেশ এবং মৃত্যুদাবির চেক, মেয়াদপূর্তি চেক হস্তান্তর করা হয়েছে।উক্ত অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নিমাই কুমার সাহা ( এমডি এন্ড সি ই ও)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মোস্তফা আল -কামাল সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রংপুর ও রাজশাহী বিভাগীয় প্রধান, আরো ছিলেন সভাপতি, জনাব মোঃ রফিকুল ইসলাম ( জি এম) পঞ্চগড় শাখা কার্যালয়।সেখানে বীমা নিয়ে আলোচনা করা হয় । বিকালে সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় ৭০০ লোকের উপস্থিতিতে অসংখ্য গ্রাহকের মৃত্যুর দাবিও মেয়াদপূর্তির চেক প্রদান করা হয়।