
অন্তর আহম্মেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁয় উত্তরবঙ্গের সর্ববৃহত পুলিশ শপিংমল ও রেস্টুরেন্ট উদ্বােধন। সারাদেশে পুলিশ সদস্যদের কল্যানে শপিংমল নির্মানের ধারাবাহিকতায় নওগাঁয় উত্তরবঙ্গের সর্ববৃহত শপিংমল ও রেস্টুরেন্ট তৈরী করা হয়েছে। আজ বিকেলে বর্নাঢ্য র্যালীর মধ্যদিয়ে মলটির বানিজ্যিক কার্যক্রম শুরু হয়। র্যালীর উদ্বােধন করেন পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া। তিনি জানান, এই শপিংমল থেকে নওগাঁয় যােগদানকরা পুলিশ সদস্যরা শেয়ার ক্রয়ের মাধ্যমে আর্থিকভাব লাভবান হবেন। শুধু তাই নয় এই মল জেলার ৪০ জন শিক্ষিত যুবকের কর্মসংস্থান ব্যবস্থা করা হয়েছে। নওগাঁর আদলে সারাদেশেই নির্মান করা হবে এমন শপিং মল।