
কুমিল্লা প্রতিনিধি:-
কুমিল্লা বুড়িচং উপজেলায় ছাত্রলীগ কমিটি নিয়ে বিতর্কের ঝড় বইছে। বয়স উত্তীর্ণ, বিবাহিত ও অছাত্রদের নিয়ে উপজেলা ছাত্রলীগের কমিটি গঠনের অভিযোগ উঠেছে। এ নিয়ে বুুুড়িচং উপজেলা ছাত্রলীগের অভ্যন্তরে দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে।
সূত্র মতে, গত ২৬ ডিসেম্বর ২০২০ তারিখে ছাত্রলীগের প্যাডে প্রয়াত সংসদ সদস্য এড: আব্দুল মতিন খসরুর সুপারিশ এবং বুড়িচং উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক এর স্বাক্ষরিত একটি চিঠিতে বুড়িচং উপজেলা ছাত্রলীগের সভাপতি হিসাবে মোঃ গিয়াস উদ্দিন ও হাসান আহমেদ সুমনকে সাধারণ সম্পাদক করে কমিটি করা হয়। বিষয়টি প্রচারের পর থেকেই সমগ্র বুড়িচং উপজেলা ছাত্রলীগের মধ্যে চরম অসন্তোষ সৃষ্টিহয়, নানা আলোচনা-সমালোচনা চলছে স্থানীয় ছাত্রলীগের রাজনীতিতে। ছাত্রলীগের গঠনতন্ত্র উপেক্ষা করে দলের উচ্চ পর্যায়ে লবিং এর মাধ্যমে বয়স উত্তীর্ণ, বিবাহিত, অছাত্রদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে এমন অভিযোগও করছেন অনেকে।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বুড়িচং উপজেলা ছাত্রলীগের একাধিক ছাত্রলীগ কর্মী বলেন, তাদের বিষয়ে যেসব অভিযোগ করা হয়েছে সেগুলো সঠিক। উপর মহলে লবিং করে এবং ছাত্রলীগের গঠনতন্ত্রের তোয়াক্কা না করে গিয়াস উদ্দিন ও হাসান আহমেদ সুমন এই কথিত কমিটির মাধ্যমে নিজেদের উপজেলা ছাত্রলীগে সভাপতি ও সাধারণ সম্পাদক দাবী করে প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন।
ছাত্রলীগ কর্মীরা জানান, এই ভূূূয়া কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক বয়স উত্তীর্ণ, বিবাহিত-অছাত্র। ছাত্রলীগের গঠনতন্ত্রের (৫)এর (ক) ধারায় ছাত্রলীগ কমিটিতে ২৯বছর বয়স পর্যন্ত থাকার বিধান রয়েছে। অথচ কথিত সভাপতি মোঃ গিয়াস উদ্দিন এর জন্ম তারিখ ০৭-০৪-১৯৯০ বয়স ৩১বছর এবং কথিত সাধারণ সম্পাদক হাসান আহমেদ সুমন এর জন্ম তারিখ ০৮-০৫-১৯৮৫ বয়স ৩৬বছর। তাছাড়া উপজেলা ছাত্রলীগের কমিটি অনুমোদন করবে জেলা ছাত্রলীগ। ছাত্রলীগের কমিটির অনুমোদন আওয়ামীলীগ নেতারা কি করে অনুমোদন দেয়! এমনটাই বলছেন স্থানীয় বিক্ষোব্ধ ছাত্রলীগ নেতাকর্মীরা।
এসব অভিযোগের বিষয়ে গিয়াস উদ্দিন এবং হাসান আহমেদ সুমন এর সাথে মোবাইলে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।