
মীর দুলাল, হবিগঞ্জ জেলা প্রতিনিধি:
হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা প্রশাসন!
মঙ্গলবার (১৯.অক্টোবর ২১)ইং বিকেলে আজমিরীগঞ্জ বাজারের বিভিন্ন ফার্মেসী ও দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সালেহা সুলতান সুমি!
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে মোবাইল কোর্ট পরিচালনা করার সময় ২টি দোকানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ পাওয়া যায়,
এবং দুইজন দোকান ব্যবসায়ী কে ২,৫০০/টাকা জরিমানা করা হয়,
এবং ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ যেন না রাখে তা নির্দেশ দেয়া হয়!
এ সময় উপস্থিত ছিলেন মোঃ রুবেল রেজা,পৌর স্যানেটারী ইন্সপেক্টর,
ভ্রাম্যমান আদালত পরিচালনায় এস আই মোশারফ এর নেতৃত্বে আজমিরীগঞ্জ থানা পুলিশের সদস্যগণ সার্বিক সহযোগিতা প্রদান করেন।
জনস্বার্থে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত আছে এবং থাকবে।