জামালপুরে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত

জামালপুর প্রতিনিধি: জামালপুরে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সম্প্রীতি ও শান্তির শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে জামালপুর জেলা আওয়ামী লীগ এই শোভাযাত্রার আয়োজন করে।

বকুলতলা চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধূরী, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি জিএসএম মিজানুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম, সাবেক সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, পৌর মেয়র মো: ছানোয়ার হোসেন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশে সকল ধর্ম-বর্ণের মানুষ নিশ্চিন্তে বসবাস করবে। সবাই স্বাধীনভাবে তাদের নিজ নিজ ধর্ম ও ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করবে কেউ তাতে বাধা দিবে না। যারা ধর্মকে অবমাননা করবে তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। সকল ধর্মের মানুষের সহবস্থান নিশ্চিত করতে হবে।