
হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রাথীদের সাথে মতবিনিময় সভা করেছেন হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল করিম। আজ রবিবার বিকাল ৫টায় উপজেলা হলরুমে ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ এর চেয়ারম্যান প্রাথীদের সাথে আইনশৃঙ্খলা ও নির্বাচন আচরণ বিধিমালা অনুসরণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল করিমের সভাপতিত্বে সভাটি শুরু হয়।
এসময় উক্ত সভায় উপস্থিত ছিলেন, হরিপুর উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান, রিটার্নিং অফিসার এস এম করিম ও মোঃ রায়হানুল ইসলাম মিঞা, হরিপুর থানা অফিসার ইনচার্জ মোঃ তাজুল ইসলাম, হরিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রসিদসহ ছয় ইউনিয়নের মনোনয়নপত্র দাখিলকৃত ৩০জন চেয়ারম্যান পদ প্রাথী উপস্থিত ছিলেন।