
মোঃ আলমগীর হোসেন,চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলায় পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে প্রধানমন্ত্রীর উপহার দরিদ্রদের মানুষের মাঝে ভি জি এফের খাদ্য সহায়তার নগদ ৪শ ৫০ টাকা হারে ২ হাজার ৪ শত ১২ জনের মাঝে নগদ টাকা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টার দিকে দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন চত্বরে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে প্রধানমন্ত্রীর উপহার দরিদ্রদের মানুষের মাঝে খাদ্য সহায়তার টাকা বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম জাকারিয়া আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলি আজগার টগর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুনতাজ আলী, সাধারণ সম্পাদক মোঃ জিয়াউল হক , বীরমুক্তি যোদ্ধা তমছের আলী,আঃ নেতা আরজম আলী প্রমুখ।