দামুড়হুদার কুড়ুলগাছি ইউপি নির্বাচন নৌকার মনোনয়ন পেয়েছেন কাফি উদ্দীন টুটুল

মোঃ আলমগীর হোসেন
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার ৪নং কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের নির্বাচন।এ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন পেয়ে নৌকার মাঝি হয়েছেন কুড়ুলগাছি ইউনিয়ন আ:লীগের সহ-সভাপতি কুড়ুলগাছির কৃতি সন্তান কাফি উদ্দীন টুটুল।

সমাজসেবক ও আওয়ামী লীগ নেতা কাফি উদ্দীন টুটুল। তিনি দীর্ঘদিন কুড়ুলগাছি ইউনিয়নের বিভিন্ন গ্রামে গিয়ে আগাম নির্বাচনী গণসংযোগ চালিয়ে গিয়েছেন। নিজের অর্থ থেকে তিনি এলাকার উন্নয়নের কাজ বাস্তবায়ন করিয়েছেন বলে দাবি করেন। তাই এলাকাবাসীর চাওয়া থেকেই তার নির্বাচন করার প্রত্যাশা।

এছাড়া দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়সহ বাড়ি বাড়ি ঘুরে উঠান বৈঠক করতে দীর্ঘপথ ছুটে বেড়াচ্ছেন কুড়ুলগাছি ইউনিয়নের বিভিন্ন গ্রামে। করোনাভাইরাসের কারণে লকডাউন চলাকালীন এলাকার অসহায় দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করাসহ প্রতিনিয়ত এলাকাবাসীর খোঁজখবর রেখেছেন।

বিভিন্ন গ্রামে আগাম গণসংযোগকালে এলাকাবাসীর উদ্দেশে বলেন, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত আমি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নে অংশীদার হতে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হলে দীর্ঘদিনের অবহেলিত কুড়ুলগাছি ইউনিয়নকে একটি আধুনিক মডেল ইউনিয়নে রূপান্তরের চেষ্টা চালিয়ে যাব।

তিনি সাংবাদিক কে বলেন, চেয়ারম্যান পদে নির্বাচন করার ইচ্ছে নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন গ্রামের ঘরে ঘরে গিয়ে জনগণের সঙ্গে মতবিনিময় করছি। ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জন্য ভোট প্রার্থনা করছি। নির্বাচিত হলে মাদক ও সন্ত্রাসমুক্ত কুড়ুলগাছি ইউনিয়ন উপহার দেব এলাকাবাসীকে।

তিনি আরো জানান বিধবা,বয়স্ক,প্রতিবন্ধী,মাতৃকালীন ভাতার জন্য বছরের পর বছর ধর্ণা দিতে হবেনা। প্রতিটি পাড়া মহল্লায় নিয়মিত তালিকার মাধ্যমে ডেকে ডেকে এসব ভাতা কার্ডর করে দেওয়া হবে। জন্মনিবন্ধন শাখায় গতি ফিরিয়ে এনে দ্রুততার সহিত এ সেবা দেওয়া হবে।পরিষদ হবে আপনাদের। উন্নয়নের মধ্যদিয়ে সেবার মধ্য দিয়ে কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদকে গড়ে তোলা হবে জেলার শ্রেষ্ঠ পরিষদ হিসাবে।

এসময় তিনি জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে চুয়াডাঙ্গা ০২ আসনের মাননীয় সংসদ সদস্য উন্নয়নের রুপকার হাজী আলী আজগর টগর, দামুড়হুদা উপজেলা আ:লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু,সাধারন সম্পাদক সাবেক জেলা পরিষদ প্রশাসক মাহফুজুর রহমান মনজুর আ:লীগের এ দূর্গকে আবারো নৌকায় বিপুল পরিমান ভোট দেওয়ার আহব্বান জানান।