ইসলামপুরে শেখ রাসেলের ৫৮তম জন্মদিন পালিত

জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের নানান আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ট পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন পালন করা হয়েছে।

আজ সকালে উপজেলা পরিষদ চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, ধর্মপ্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি ও উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে কেক কাটা, আলোচনা সভা দোয়া ও শেখ রাসেল দিবস ২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার ও সেমিনার অনুষ্ঠিত হয়।

এছাড়াও আগের দিন শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস অদম্য আত্ম বিশ্বাস বিষয়ে চিত্রাংকন প্রতিযোগিতা ও আইসিটি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম.জামাল আব্দুন নাসের বাবুল, শেখ রাসেল দিবস উদযাপন কমিটি সভাপতি উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক বিএসসি ও রোজিনা আক্তার চায়নাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।