
হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচন আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে। ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ৪নং ডাঙ্গীপাড়া ডাঙ্গীপাড়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইউনিয়নবাসীর জনপ্রিয় মুখ হাসান মাস্টার। এ নির্বাচনে অংশ নিতে উপজেলার ৪নং ডাঙ্গাপাড়া ইউনিয়ন পরিষদ স্বতন্ত্র চেয়ারম্যান পদে প্রার্থী হিসাবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন আহসান হাবীব চৌধুরী (হাসান মাস্টার)।
গতকাল রবিবার ১৭অক্টোবর হরিপুর উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তার আব্দল মান্নানের কাছে চেয়ারম্যান প্রার্থী হিসাবে মনোনয়ন ফরম জমা দেন তিনি ।মনোনয়ন ফরম জমা শেষে তিনি বলেন এবারের নির্বাচনে ডাঙ্গীপাড়া ইউনিয়নবাসী আমাকে ভোট দিবেন। বিগত দিন গুলোতে আমি মানুষের পাশে দাঁড়িয়েছি মানুষের সেবা করার চেষ্টা করেছি।এই সময় বিভিন্ন ওয়ার্ড পাড়া-মহল্লা থেকে ছুটে আসা সমর্থকরা উপস্থিত ছিলেন।