
হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ৪নং ডাঙ্গীপাড়া ইউনিয়নে নৌকা মার্কার চেয়ারম্যান পদ প্রার্থী অনিল চন্দ্র দাস তার মনোনয়নপত্র দাখিল করেছেন।
১৭অক্টোবর রবিবার দুপুর ১টায় ৪নং ডাঙ্গীপাড়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত নির্বাচন অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার আব্দুল মান্নানের নিকট অনিল চন্দ্র দাস নৌকা মার্কার মনোয়নপত্র দাখিল করেন।
জানা যায়, ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ৪নং ডাঙ্গীপাড়া ইউনিয়নের একজন সৎ ও যোগ্য ব্যক্তি তিনি ৪ নং ডাঙ্গীপাড়া ইউনিয়নের নৌকা মার্কার চেয়ারম্যান পদ প্রার্থী, তিনি পুরোদমে নির্বাচনী গণসংযোগ ও প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছে। তার এই নির্বাচনী প্রচারণায় ইউনিয়নবাসীর মধ্যে ব্যাপক ভাবে সাড়া ফেলেছে।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি নিজ ইউনিয়নের সকল পাড়া মহল্লায় ভোটারদের সাথে কূশলবিনিময় করছেন। দিনরাত ভোটারদের কাছে গিয়ে উন্নয়ন মূলক বিভিন্ন প্রশ্রুতি দিয়ে ভোটারদের মন জয় করতে পরিশ্রম করে যাচ্ছেন।
এছাড়াও ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লায় সকল শ্রেণী মানুষের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভার মাধ্যমে ইউনিয়নের উন্নয়ন এবং জনকল্যাণ মূলক কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছেন। এ ছাড়াও তিনি মসজিদ, মন্দির অনুদান, রাস্তা-ঘাট সংস্কার সহ বিভিন্ন সমাজসেবক মূলক কাজ করে যাচ্ছেন।
নৌকা মার্কার চেয়ারম্যান পদপ্রার্থী অনিল চন্দ্র দাস বলেন, নিজকে সব সময় জনগনের বিপদে-আপদে পাশে থাকার চেষ্টা করেছি। তাই এই ইউনিয়নের জনগণ আমার সাথে রয়েছে ও আমার উপরে এই ইউনিয়নের মানুষের আস্থা আছে । কারণ আমি দীর্ঘ দিন এই ইউনিয়নের মানুষের বিপদে-আপদে পাশে থাকার চেষ্টা করেছি৷ তাই আমি নৌকা মার্কার প্রার্থী হয়ে এবার নির্বাচনে করছি৷ আমি আশাবাদী সংশ্লিষ্ট ইউনিয়নের ভোটাররা তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবে ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।