
হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল অনুযায়ী ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় আজ রবিবার ছিলো মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। উপজেলার ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন ৩০জন। সাধারণ আসনে ২২৬ জন ও সংরক্ষিত আসনে ৭৪জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে ১নং গেদুরা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আ’লীগের ১জন, স্বতন্ত্র ৬জন, সংরক্ষিত ১২জন ও সাধারণ ৪০জন। ২নং আমগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আ’লীগের ১জন, স্বতন্ত্র ২জন, সংরক্ষিত ১৩জন ও সাধারণ ৩৩জন। ৩নং বকুয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আ’লীগের ১জন, স্বতন্ত্র ১জন, সংরক্ষিত ৯জন ও সাধারণ ৩৩জন। ৪নং ডাঙ্গীপাড়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আ’লীগের ১জন, জাতীয় পার্টি ১জন, স্বতন্ত্র ৪জন, সংরক্ষিত ১৪জন ও সাধারণ ৪০জন। ৫নং হরিপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আ’লীগের ১জন, স্বতন্ত্র ৩জন, সংরক্ষিত ১৩জন ও সাধারণ ৩৮জন।
৬নং ভাতুরিয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আ’লীগের ১জন, স্বতন্ত্র ৭জন, সংরক্ষিত ১৩জন ও সাধারণ ৪২জন।
নির্বাচন তফসিল অনুযায়ী আগামী ২০অক্টোবর মনোনয়নপত্র বাছাই, ২৬অক্টোবর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন এবং ১১নভেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।