ইসলামপুর চরগোয়ালীনির ফিরোজা আবারও ইউপি সদস্য প্রার্থী

ওসমান হারুনী,জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর চরগোয়ালীনি ৭, ৮ ও ৯ ওয়ার্ডের জনসেবিকা প্রিয়মুখ ফিরোজা খাতুনকে আবারও ইউপি সদস্য হিসাবে দেখতে চান এলাকাবাসী।

জানা গেছে, সাবেক ইউপি সদস্য ফিরোজা খাতুন গত ২০১১সালে চরগোয়ালীনি ইউনিয়নের ৭,৮ ও ৮ ওয়ার্ডের ইউপি সদস্য হিাসাবে নির্বাচিত হয়ে এলাকার অনেক উন্নয়ন মূলক কর্মকান্ড করেছিলেন। গত নির্বাচনে পারিবারিক কারণে তিনি প্রার্থী না হলেও আসন্ন নির্বাচনে এলাকাবাসীর ডাকে এবার প্রার্থী হয়েছেন।

আরো জানা যায়, ফিরোজা খাতুনের বাবা আ:রৌফ এক সময়ে চরগোয়ালীনি ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। ভাই হাজী আব্দুস সামাদ বর্তমানে চরগোয়ালীনি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদকের দায়িত্ব রয়েছেন। আসন্ন ২৮ নভেম্বর নির্বাচনে অন্যান্য প্রার্থীর মধ্যে ডিগ্রিচর দক্ষিনপাড়া গ্রামের ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সহসভাপতি আ:ছামাদের স্ত্রী ফিরোজা খাতুনের অনেক জনপ্রিয়তা রয়েছে। আওয়ামীলী পরিবারের সদস্য হিসাবে জনসেবায় তার যথেষ্ট সুনাম থাকায় এবার নির্বাচনে তার ৭নং আগ্রাখালী, ৮নং ৪নং চর ও ৯নং বালিয়ামারী কেন্দ্রে বিপুল ভোটে জয়লাভ করবে বলে এলাকাবাসীর প্রত্যাশা।

একান্ত সাক্ষাৎকারে সাবেক ইউপি সদস্য ফিরোজা খাতুন এই প্রতিবেদককে জানান, এবার নির্বাচনে জয়ী হলে তার নির্বাচনী এলাকার তিনটি ওয়ার্ডের যোগাযোগ ব্যাবস্থার উন্নয়ন, বাল্যবিবাহ ও অসামাজিক কার্যকলাপ মুক্ত এলাকা হিসাবে গড়ে তুলবেন। তাই তিনি সবার সহযোগীতা দোয়া কামনা করেন।