আটোয়ারি উপজেলায় ১৮ বছরেও হয়নি নির্বাচন

আছমা আক্তার আখি,পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ৫ নং বলরামপুর ইউনিয়নে ১৮ বছরেও ভোট না হয়ায় প্রশাসক নিয়োগ, তফসিল ঘোষণা ও ভোটের দাবিতে মানববন্ধন করেছে

৫ নং বলরামপুর ইউনিয়নের নাগরিক সমাজ।

আজ ( ১৭ অক্টোবর ) প্রথমে আটোয়ারী নির্বাচন অফিসের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় ৫ নং বলরামপুর ইউনিয়নের নাগরিক সমাজের নানান পেশার মানুষ এই মানববন্ধনে অংশ নেন। এরপরে আটোয়ারী উপজেলা পরিষদ থেকে পঞ্চগড় শেরেবাংলা পার্কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, মোঃ শাহ আলম আহবায়ক, নাগরিক সমাজ ৫ নং রামপুর ইউনিয়ন।

যুগ্ন আহবায়ক, তোফাজ্জল হোসেন, সহ যুগ্ন আহবায়ক সাইদুর রহমান, এবং শিল্পপতির দেলোয়ার হোসেন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা জানান ২০০৩ সালে সর্বশেষ বলরামপুর ইউনিয়নে ভোট হয়েছিল এরপর ২০২১ সাল পর্যন্ত দীর্ঘদিন বলরামপুর ইউনিয়নের জনগণ ভোট দিতে পারেননি।

সৃষ্ট জটিলতা ও ষড়যন্ত্রের কারণে দীর্ঘদিন ভোট ছাড়াই অবৈধভাবে চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান চেয়ার দখল করে আছেন বলে জানান তারা।

চলতি তফসিলে মানুষ আশা করেছিল এবার আটোয়ারী উপজেলায় ৬ টি ইউনিয়নে তফসিল একসাথে ঘোষণা করা হবে।

কিন্তু দুঃখজনক হলেও এটাই সত্য, উপজেলার বাকি ৫ টি ইউনিয়নে গত ১৪ অক্টোবর ২০২১ তারিখে তফসিল ঘোষণা হলেও ৫ নং বলরামপুর ইউনিয়নের তফসিল ঘোষণা না হওয়ায়। বলরামপুর ইউনিয়ন বাসীর সেই আশা পূরণ হয়নি।

এবং তারা বলেন আশাহত বলরামপুর বাসের মেয়াদউত্তীর্ণ চেয়ারম্যান এর স্থলে জরুরিভিত্তিতে প্রশাসক নিয়োগ ও তফসিল ঘোষণার দাবিতে সর্বদলীয় ভাবে আমরা আবেদন করছি।

এবং উল্লেখ্য করে বলেন, ২০১৮ সালের ১৩ ই অক্টোবর নির্বাচনের গেজেট প্রকাশিত হলেও রহস্যজনক অদৃশ্য কারণে সে গ্রেজেট আলোর মুখ দেখেনি।

সে গ্রেজেট গোপন কারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। এবং সার্বিক দিক বিবেচনা করে প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ ও তফসিল ঘোষণার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পঞ্চগড় জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।