নওগাঁয় হিরো হাংক ১৫০আর মেলার শুভ উদ্বোধন

অন্তর আহম্মেদ,নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁয় হিরো হাংক ১৫০আর মেলার শুভ উদ্বোধন হয়েছে গত কাল শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদের মাঠ প্রাঙ্গনে উপজেলা নির্বাহি অফিসার মির্জা ইমাম উদ্দীন অনুষ্ঠানের ফিতা কেটে শুভ উদ্বোধন করেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, সদর মডেল থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জুয়েল, নিলয় মটরস লিমিটেড বগুড়া রিজিওনাল ম্যানেজার বিশ্বজিৎ ভট্টাচার্য, পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর আহসান হাবীব রাজন, বন্ধু মিতালী ফাউন্ডেশন এর ব্যবস্থাপনা পরিচালক নাজিম উদ্দিন তনু, নিলয় মটরস লিমিটেড বগুড়া শাখার টেরিটরি ম্যানেজার সেলস্ এন্ড মার্কেটিং সেলিম রেজা, টেরিটরি ম্যানেজার সার্ভিস মাজেদুর রহমান ও পল্লী এন্টারপ্রাইজ নওগাঁ স্বত্বাধিকারী কামরুল হাসান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, হিরো ব্র্যান্ড বাংলাদেশের বাজারে অনেক আগে থেকেই আছে এবং হিরো বিশ্বের সর্ববৃহৎ মোটরসাইকেল ও স্কুটার ম্যানুফ্যেকচারার হিরো মোটোকর্প এদেশে বাজারে নিয়ে এলো লেটেস্ট বাইক মডেল ‘দ্য হিরো হাংক ১৫০আর। বিশেষ করে বাংলাদেশের বাজারের কথা বিবেচনা করেই হিরো হাংক ১৫০আর তৈরি করেছে, এই মোটরসাইকেলটি চালকদের রাইডিং স্টাইলে নতুনত্ব ও অতুলনীয় অভিজ্ঞতা এনে দেবে।

উপজেলা নির্বাহি অফিসার মির্জা ইমাম উদ্দীন বলেন, ‘হিরো হাংক ১৫০আর’ সহজেই এদেশের তরুণদের নজর কাড়তে সক্ষম হবে।বাংলাদেশের গ্রাহকদের কাছে আকর্ষণীয় পণ্য পৌঁছে দেয়ার ক্ষেত্রে কোম্পানিটি তার প্রতিশ্রুতি আরো সম্প্রসারিত করেছে।