
অন্তর আহম্মেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁ উপজেলা মাঠ প্রাঙ্গনে আজ (১৬অক্টোবর) সকাল দশটায় আনুষ্ঠানিকভাবে হিরো হানক মোটর বাইক এর নতুন ১৫০R launching এর শুভ উদ্বোধনী, প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, কামরুল হাসান স্বতাধিকারী পল্লীএন্টার প্রাইজ নওগাঁ সেলিম রেজা টি, এম সেলস্,মাজেদুর রহমান টি এম সার্ভিস ,কামরুল হাসান ম্যানেজার পল্লীএন্টার প্রাইজ, আহসানুল হক শামিম সেলস্ এন্ড রিকোভারী ম্যানেজার।
পল্লীএন্টার প্রাইজ নওগাঁর স্বতাধিকারী কামরুল হাসান বলেন, অনেকের অভিযোগ ছিলো হানক এর টায়ার নিয়ে যা এইবার আশানুরূপ হয়েছে সাইজের দিক দিয়ে। ইঞ্জিন টাইপ সিংগেল সিলিন্ডার ৪-স্ট্রোক ,এয়ার কোল্ড ইঞ্জিন। মাক্সিমাম পাওয়ার : ১০.৫৫ kW (১৫ BHP) ৮৫০০(rpm) মেক্সিমাম টর্ক : ১২.৬ Nm ৬৫০০(RPM )ফুয়েল সিস্টেম :কার্বুরেটর। ফ্রন্ট টায়ার – ১০০/৭০-১৭” ৫২পি, টিউবলেস, রেয়ার টায়ার -১৩০/৭০/১৭″ ৬২পি, টিউবলেস। ফ্রন্ট ব্রেক টাইপ – ডিস্ক ২৭৬ মি.মি. এবিএস (টপ ভেরিয়ান্ট ) সিংগেল চেনেল এবিএস। রেয়ার ব্রেক টাইপ- ডিস্ক ২২০ মি.মি. কার্ব ওয়েট -১৪৮ কেজি (ডাবল ডিস্ক এবিএস) ফুয়েল টাংক কেপাসিটি ১২.৪ লিটার। প্রাইজ টা ক্রেতার সাধ্যের মধ্যেই। হানক ১৫০R ডাবল ডিস্ক ১,৬৪,৪৯০টাকা, ডাবল ডিস্ক উইথ এবিএস ১,৭৪,৯৯০টাকা মাত্র।