ইসলামপুরে উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগ নেতার বিভিন্ন মন্ডপ পরিদর্শন

ওসমান হারুনী,জামালপুর প্রতিনিধি: ইসলামপুরে উপজেলা প্রশাসন ও সরকারদলীয় নেতাকর্মীরা বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার ১৪অক্টোবর রাতে ইসলমপুর উপজেলার পূজা মন্ডপ গুলো পরিদর্শন করেন ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম.জামাল আব্দুন নাসের বাবুল, এসময় উপস্থিত ছিলেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামান খান, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক বিএসসি, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়নাসহ আরো অনেকেই।

একই দিন সরকার দলীয় উপজেলা আওয়ামীলীগের নব নির্বাচিত সাধারণ সম্পাদক এ্যাড.আব্দুস সালামের নেতৃত্বে একটি দলীয় টিম ইসলামপুরের বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেন।