আওয়ামী লীগের কমিটিতে বিএনপি’র কোন নেতার সম্পৃক্ততা থাকতে পারে না”-পূজামন্ডপ পরিদর্শনে এমপি হোসনে আরা

ওসমান হারুনী,জামালপুর প্রতিনিধি: জামালপুর ও শেরপুর সংরক্ষিত আসনের সংসদ সদস্য হোসনে আরা জামালপুরের ইসলামপুর উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন। বৃহঃবার সন্ধ্যায় শহরের গোবিন্দবাড়ী রাধাঁ জিউর মন্দিরে পূজামন্ডপ পদির্শনে গিয়ে এক আলোচনা সভায় তিনি বলেন,“ধর্ম যার যার, উৎসব সবার” মসজিদ ও মন্দিরে সোলার বাতি আমি দেওয়া শুরু করেছি ; প্রধানমন্ত্রী সবসময় হিন্দুভাইদের কথা ভাবেন; যাতে আপনাদের কোন সদস্যা না হয়।

তাই প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে এখনো সোলার বাতি দিয়ে যাচ্ছি। দেশে যা উন্নয়ন হয়; আওয়ামী লীগ সরকারের আমলেই হয়। ইসলামপুর উপজেলার থানা মোড়, প্রধান প্রধান সড়ক মোড়, স্টেশন,গুঠাইল রোড সহ বিভিন্ন রোডে আমার বরাদ্দে দেওয়া সোলার লাইট জ্বলছে।

এসময় তিনি বিএনপি-জামাত থেকে আওয়ামীলীগের অনুপ্রবেশ কারীদের উদ্দেশ্য করে বলেন, ইসলামপুরে বিএনপি’র রানিং কোন নেতা সেক্রেটারী আওয়ামী লীগের কিভাবে পদ পদবী পায় সেটি দেখার বিষয় রয়েছে।

আওয়ামী লীগে কমিটিতে অনুপ্রেবেশ কারী বিএনপি’র কোন নেতার সম্পৃক্ততা থাকতে পারে না। আওয়ামীলীগে ঢুকেই যারা কৌশলে দলীয় কাজ নিয়ে ঠিকাদারী করে কোটি কোটি টাকা বিদেশে তারেক জিয়ার কাছে পাচার করে আওয়ামী লীগে তাদের কোন স্থান নেই।