রাণীশংকৈলের নেকমরদে স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান আবুল হোসেনের উঠান বৈঠক

আবদুল্লাহ আল নোমান, নিজস্ব প্রতিনিধি:-

আসন্ন ইউপি নির্বাচনকে ঘিরে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় চলছে নানা জল্পনা-কল্পনা। অনেকে দলীয় মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটারদের মতামতের উপর ভিত্তি করে মাঠে নেমেছেন।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বিকেল ৩ ঘটিকায় উপজেলার ২ নং নেকমরদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এর নিজ বাসভবনে উঠান এ বৈঠক অনুষ্ঠিত হয়।উক্ত উঠান বৈঠকে হাজারো মানুষের সমাগম ঘটে।

উঠান বৈঠকে স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান আবুল হোসেনের পক্ষে বক্তব্য রাখেন, আ’লীগ নেতা মুকুল,আ’লীগ নেতা আনসার আলী, রফিকুল ইসলাম, আ’লীগের অন্যতম সংগঠক শহিদুল ইসলাম, আ’লীগ নেতা মতিউর রহমান, আ’লীগ নেতা নফির মাস্টার, স্বেচ্ছাসেবক লীগ নেতা জাহেরুল ইসলাম ও ওয়াহেদ আলী সহ প্রমুখ।

বিভিন্ন বক্তারা বলেন, নেকমরদ ইউপি নির্বাচনে যদি স্বচ্ছ ব্যক্তি থেকে থাকে একজন মানুষ ওই আছে তিনি হলেন সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবুল হোসেন।

আওয়ামী লীগ নেতারা বক্তব্যে বলেন, দল-মত-নির্বিশেষে সঠিক নৌকার মাঝিকে না পেয়ে। আমরা সাবেক চেয়ারম্যান আবুল হোসেনকে সমর্থন দিয়েছি। যারা নৌকা নিয়ে খেলছেন আপনারা সাবধান হয়ে যান। আমরা আমাদের মূল্যবান ভোট দিয়ে আবুল হোসেনকেই জয় যুক্ত করব ইনশাআল্লাহ।

উক্ত নির্বাচনের উঠান বৈঠকে সভাপতিত্ব করেন, আলহাজ্ব কুদ্দুস আলী ও সঞ্চালনা করেন নেকমরদ বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা সভাপতি, রাফসান জানি সানি।

উল্লেখ্য যে, ১১ নভেম্বর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ৫ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।