
জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে উপজেলা পরিষদ ও অফিসার্স ক্লাবের আয়োজনে ইসলামপুর উপজেলা নবাগত ইউএনও মো: জাহিদুর রহমানকে বরণ করে নেওয়া হয়েছে।
বৃহস্প্রতিবার এই উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম.জামাল আব্দুন নাসের বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যানগণ, অফিসার্স ক্লাব, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ, শিক্ষক সমিতি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা এবং গণ্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন। এসময় বিভিন্ন দপ্তর থেকে নবাগত উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমানকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানের সভাপতি ইসলামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম জামাল আব্দুন নাসের বাবুল ইসলামপুরের উন্নয়নে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।