পুলিশী সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছিয়ে দিতে বিট পুলিশিং অগ্রনী ভুমিকা রাখবে জাহিদুল ইসলাম

আলমগীর হোসেন, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:

“বিট পুলিশিং বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি”এরি ধারাবাহিকতায় মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার এই স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানার ৯ নং গড়াইটুপি বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১২ অক্টোবর ২০২১ খ্রিঃ তারিখ বিকেল সাড়ে ৪ টায় গড়াইটুপি প্রাইমারি স্কুল মাঠে এ সমাবেশের আয়োজন করে দর্শনা থানা পুলিশ।
গড়াইটুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান রাজুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার জাহিদুল ইসলাম মহোদয়।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মহোদয় বলেন, পুলিশ পেশাদারিত্বের পাশাপাশি অনেক মানবিক কাজে অংশগ্রহণ করছে। মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার।পুলিশী সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছিয়ে দিতে মূলত বিট পুলিশিং কার্যক্রমের উদ্ভব। আমরা তৃণমূল পর্যায়ে আইনী সহায়তা দেবো। আপনারা তথ্য দিয়ে আমাদের সাহায্য করুন আমরা আপনাদের দোঁরগোড়ায় পুলিশী সেবা পৌছে দেবো।

তিনি আরোও বলেন, বিট পুলিশিং নিঃসন্দেহে ধর্ষণসহ নারী ও শিশু নির্যাতন বিরোধী সচেতনতা সৃষ্টিতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উল্লেখ্য, ইতোমধ্যে চুয়াডাঙ্গা জেলার প্রতিটি বিটের নিজস্ব একটি ফেইসবুক পেইজ খোলা হয়েছে। প্রতিটি বিটে বিট অফিসারের নাম পদবিসহ সরকারি মোবাইল নম্বর প্রদান করা হয়েছে। যার দরুন স্ব- স্ব বিট আওতাধীন জনসাধারণ খুব সহজেই পুলিশের নিকট তাদের সমস্যা গুলি বলতে পারবেন এবং দ্রুত পুলিশী সেবা পাবেন। নারী ধর্ষনসহ যে কোনো প্রকার নারী ও শিশু নির্যাতন রোধে সমাজের সকল স্তরের মানুষের মধ্যে ব্যাপক গণজাগরণ সৃষ্টি করতে এবং নির্যাতিত নারী ও শিশুর পাশে থাকতে সবাইকে আহবান জানান। নারী ও শিশু নির্যাতনসহ যে কোনো প্রকার অপরাধের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ সোচ্চার রয়েছে। সাধারণ মানুষের সহযোগিতা ও সমর্থনে এ ধরণের অপরাধ নির্মূলে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ করতে বদ্ধপরিকর বাংলাদেশ পুলিশ।

শারীরিক প্রতিবন্ধী আনারুল ইসলাম এর দোকান উদ্বোধন

বিট পুলিশিং সমাবেশ শেষে দর্শনা থানাধীন গড়াইটুপি ইউনিয়নের গড়াইটুপি ব্রীজ মোড়ে স্বেচ্ছাসেবী সংগঠন সংযোগ কানেক্টিং পিপল এর পক্ষ হইতে আর্থিক সহায়তায় শারীরিক প্রতিবন্ধী মোঃ আনারুল ইসলামকে উপহার হিসাবে দেওয়া দোকানের শুভ উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ জাহিদুল ইসলাম মহোদয়। উল্লেখ্য “চুয়াডাঙ্গা আঞ্চলিক ভাষা পরিষদ” নামের একটি ফেসবুক গ্রুপে পোস্ট করেন চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত দর্শনা থানার গড়াইটুপি গ্রামের আনারুল পঙ্গুত্ব বরণ করে অসহায় জীবনযাপন করছে। সেখানে তার জন্য একটি হুইল চেয়ারের জন্য আবেদন করা হয়। বিষয়টি পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম এর নজরে আসলে তিনি একটি হুইল চেয়ার কিনে দিতে আগ্রহ প্রকাশ করেন। যার প্রেক্ষিতে গত ০১.০৯.২০২০ খ্রি. তারিখ সকাল অনুমান ১১.৩০ ঘটিকার সময় দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার গড়াইটুপি প্রতিনিধি মোঃ লাবলুর রহমান, সুবিধা বঞ্চিত আনারুলকে পুলিশ সুপার, চুয়াডাঙ্গা কার্যালয়ে নিয়ে আসলে পুলিশ সুপার, চুয়াডাঙ্গা তাকে ০১ (এক) টি হুইল চেয়ার প্রদান করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মুন্না বিশ্বাস, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল), জনাব এ.এইচ.এম লুৎফুল কবীর, অফিসার ইনচার্জ, দর্শনা থানা, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, স্বেচ্ছাসেবী সংগঠন সংযোগ কানেক্টিং পিপল এর সদস্যবৃন্দ, হিজলগাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লাবলু রহমান সহ রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।