পঞ্চগড়ে জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আছমা আক্তার আখি
পঞ্চগড় প্রতিনিধি :

মঙ্গলবার (১২ অক্টোবর) রাত ১০ টায় জেলা পরিষদ হল রুমে কেক কাটা সহ নানান কর্মসূচীর মধ্যে দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। এসময় পঞ্চগড় সদর উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মো: শাহজাহান সিরাজ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: লোকমান হোসেন (বাবু) সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব মোঃ আনোয়ার সাদাত সম্রাট, সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগ পঞ্চগড় ও চেয়ারম্যান জেলা পরিষদ পঞ্চগড়,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
মোঃ জুলফিকার আলী, সাংগঠনিক সম্পাদক, জেলা আওয়ামী লীগ পঞ্চগড়, শ্রী বীপেন চন্দ্র রায়, প্রচার ও প্রকাশনা সম্পাদক, জেলা আওয়ামী লীগ পঞ্চগড়,
মোঃ মোশারফ হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক, জেলা আওয়ামী লীগ পঞ্চগড়, কাজি আল তারিক, সভাপতি পৌর আওয়ামী লীগ পঞ্চগড়, ও ভাইস-চেয়ারম্যান উপজেলা পরিষদ পঞ্চগড়, এস এম হুমায়ুন কবীর উজ্জ্বল, সাধারণ সম্পাদক পৌর আওয়ামীলীগ পঞ্চগড়, মামুনুর রশিদ লায়ন, সভাপতি, আওয়ামী যুবলীগ পঞ্চগড় সদর, এবং
মো: নুরুজ্জামান সহ জাতীয় শ্রমিক লীগ এবং বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন,
এসময় উপস্থিত থেকে
বক্তারা বলেছেন,মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী বাংলাদেশ আওয়ামী লীগের যেকোনো আন্দোলন সংগ্রামে এবং জাতীয় শ্রমিক লীগ প্রতিষ্ঠা করা হয়েছিল।

সেই লক্ষ্যেই, ১৯৬৯ সালের আজকের এই দিনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের বৃহত্তর জনগণের বিশেষ করে শ্রমিক দিনমুজুরদের কথা বিবেচনায় নিয়ে জাতীয় শ্রমিক লীগ প্রতিষ্ঠা করেছিলেন।
তাই বন্ধুকবন্ধুর হাতে গড়া এই সংগঠনের আন্দোলন, সংগ্রাম ও সফলতার ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পঞ্চগড় জেলা সদর উপজেলা ও পৌর জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে নানান কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়েছে।