বর্ষিয়ান রাজনীতিবিদ অধ্যক্ষ আমিনুল ইসলামের ৩য় মৃত্যু বার্ষিকী আজ

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা আওয়ামীলীগের প্রয়াত সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম এর ৩য় মৃত্যু বার্ষিকী আজ। শোকাহত এইদিনে গভীর ভাবে স্বরণ করছে এই উপজেলার মানুষ।

হরিপুর উপজেলার অবিসংবাদিত নেতা, বিশিষ্ট শিক্ষানুরাগী পরম শ্রদ্ধাভাজন ও উপজেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম ২০১৮ সালের ১৩ অক্টোবর দিবাগত রাত ১০টা ৪০মিনিটে নিজ বাসভবনে মৃত্যু বরণ করেন বর্ষিয়ান এই রাজনীতিবিদ। সবাইকে কাদিয়ে না ফেরার দেশে চলে যান তিনি। প্রতিবারের মতো পরিবারের পক্ষ থেকে বিভিন্ন ভাবে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় ।

আমিনুল ইসলামের দুই ছেলে আনিসুজ্জামান সান্ত ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম পুষ্প বলেন, বাবা’র ভালোবাসা ও তার গুরুত্ব আমরা প্রতিটি ক্ষনে, ক্ষনে অনুভব করি বাবা’র স্মৃতি গুলো আমাদের সারা জীবনের অপূরণীয় গল্প। বাবা’র আদর, স্নেহ, মায়াভরা স্মৃতি গুলো আমাদের ভীষণভাবে নাড়া দেয়। আমাদের চলার পথ যেন, বাবার ন্যায়-নীতি ও আদর্শের মতোই পরিচালিত করতে পারি।সকলের কাছে তাদের বাবা’র

বিদেহী আত্মার জন্য দোয়া কামনা করে বলেন, আল্লাহ্ যেনো, বাবাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।