দামুড়হুদায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার এর সাথে সাংবাদিকদের শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।

চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধিঃ

দামুড়হুদায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আক্তার এর সাথে জাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম দামুড়হুদা উপজেলা শাখার সাংবাদিকদের শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল ১০ টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে এ শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম দামুড়হুদা উপজেলা কমিটির সভাপতি আরিফুল ইসলাম মিলনের সভাপতিত্বে সাংবাদিকদের পক্ষে ফুলের তোড়া দিয়ে নবাগত উপজেলা নির্বাহী অফিসার কে – ফুলের শুভেচ্ছা জানানো হয় এবং শুভেচ্ছা ক্রেষ্ট প্রদান করা হয়। শুভেচ্ছা পর্ব শেষে মতবিনিময় শুরু হয়।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সিঃ সহ-সভাপতি মোঃ আমিনুল ইসলাম চঞ্চল, সহ সভাপতি আলমগীর, যুগ্ম সম্পাদক মোঃ রায়হান উদ্দিন রানা, যুগ্ম সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক রাসেল আহাম্মেদ, সহ-সাংগঠনিক সম্পাদক আসহাবুল আলম, সহ সাংগঠনিক সম্পাদক সালাউদ্দীন , প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম মানিক, সহ-প্রচার সম্পাদক আনারুল ইসলাম,দপ্তর ও অর্থ বিষয়ক সম্পাদক আরাফাত হোসেন, আইন বিষয়ক সম্পাদক গোলাম মর্তুজা মিন্টু, ইতিহাস বিষয়ক সম্পাদক আবদুল্লা,তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন, দূর্যোগ মহামারী ত্রাণ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক নাহিদ হাসান,ধর্ম বিষয়ক সম্পাদক হেলাল উদ্দিন।

নবাগত উপজেলা নির্বাহী অফিসার
সাংবাদিকদের মাধ্যমে জনগণের উদ্দেশ্যে বলেন,মাদকে জিরো টলারেন্স, কিশোর গ্যাং, বাল্য বিবাহ প্রতিরোধ,আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য দামুড়হুদা উপজেলা প্রশাসন বদ্ধ পরিকর।

মতবিনিময় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম দামুড়হুদা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক রকিবুল হাসান তোতা।