হবিগঞ্জ কোর্ট জামে মসজিদের তয় তলার নির্মান কাজের উদ্বোধন

মীর দুলাল, হবিগঞ্জ জেলা প্রতিনিধি:

হবিগঞ্জ কোর্ট জামে মসজিদের তয় তলার নির্মান কাজের উদ্বোধন করেন, জেলা প্রশাসক ও কোর্ট জামে মসজিদের সভাপতি ইশরাত জাহান।

শুক্রবার ( ৮ অক্টোবর) ২১ ইং দুপুর ২.৩০ ঘঠিকায় আনুষ্ঠানিক ভাবে এ উন্নয়ন কাজের উদ্ধোধন করা হয়।

এতে করে মুসল্লীদের নামাজের সুবির্ধাতে প্রায় ১২ হাজার ফিট প্রশস্থ নামাজের জায়গা বৃদ্বি পাবে।

উদ্বোধনী অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাদেকুর রহমান, সহকারী কমিশনার নেজারত শাহ জহুরুল হক, কোর্ট জামে মসজিদের যুগ্ন সাধারণ সম্পাদক এ এস এম মহসিন চৌধুরী, সদস‍্য মাহবুবুর রহমান আউয়াল, মোঃ আ‍ব্দুস ছামাদ,হাজী আব্দুস ছাত্তার, আবদুল মালেক, খতিব মোঃ গোলাম মোস্তফা নবী নগরী, ইমাম মুফতী মুজিবুর রহমান খান, প্রধান হাফেজ রেজাউল করীম,সহকারী হাফেজ আল আমীন, ছাত্র, মোয়াজ্জিন খালেদ সাইফুল্লাহ, খাদেম মইনুল ইসলাম ও মুসুল্লীয়ান বৃন্দ।

এসময় জেলা প্রশাসক ইশরাত জাহান উপস্থিত সবাইকে মসজিদ নির্মানের সহায়তায় উদার হস্থে এগিয়ে আসার আহবান জানান।