রাণীশংকৈলে জমি সংক্রান্ত বিরোধের জেরে মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি:-

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বটতলি চেংমারী নয়া বস্তিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে।

স্থানীয় ও থানায় অভিযোগ সূত্রে জানা যায়, ঐ এলাকার জিয়াবুলের সাথে দীর্ঘ দিন সময় ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো আবেদ আলীর সাথে। সেই জের ধরে গত বৃহস্পতিবার ৭ অক্টোবর কাথা কাটাকাটির এক পর্যায়ে বিদেশ ফেরত হাবিবর রহমানের আদেশে জিয়াবুল (৩৫),হবিবর (৬০), মিলন (২০), রাজু (৩০) সহ কয়জন মিলে আবেদ আলী ও তার স্ত্রীকে লাঠিসোটা দিয়ে বেধড়ক মারপিট করে ও অশ্লীলতাহানীর চেষ্টা করে।

আবেদ আলী ও শাহনাজ বেগম বর্তমান রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

আবেদ আলী জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে বৃহস্পতিবার সকালে জিয়াবুল ও তার লোকজন সহ আমি ও আমার স্ত্রী দুজনকে এলোপাথাড়ি ভাবে মারধর করেছে এবং আমার স্ত্রীর সাথে অশ্লীলতাহানীর চেষ্টা করেছে। আমি প্রশাসনের নিকট এর সঠিক বিচার দাবি করছি।

এ বিষয়ে , রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ এসএম জাহিদ ইকবাল জানান, আবেদ আলী মারামারির সংক্রান্ত একটি অভিযোগ আমাকে দিয়েছে। তদন্ত সাপেক্ষে এর ব্যবস্থা গ্রহণ করা হবে।