কাজী কাইয়ুম শিশির শেরে বাংলা গবেষণা পরিষদের উপদেষ্টা নির্বাচিত 

মানবতার ফেরিওয়ালা, বিশিষ্ট শিক্ষানুরাগী, ক্রিড়া সংগঠক ও কেকেএস ফুটবল একাদশের প্রতিষ্ঠাতা জামালপুর জেলার দেওয়ানগঞ্জের কৃতি সন্তান প্রফেসর কাজী কাইয়ুম শিশিরকে শেরে বাংলা একে ফজলুল হক গবেষণা পরিষদের উপদেষ্টা মনোনীত করেছেন সংগঠনের প্রধান উপদেষ্টা সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা ও মহাসচিব আর কে রিপন।

 

উল্লেখ্য, মানবতার ফেরিওয়ালা প্রফেসর কাজী কাইয়ুম শিশির জামালপুরে সমাজসেবায় ব্যাপক অবদান রেখেছেন। তার প্রধান লক্ষ্য ঝিমিয়ে পড়া বা বিলুপ্ত প্রায় ফুটবল প্রতিভার বিকাশ তথা প্রতিষ্ঠা লাভ। ফুটবল প্রেমিক এই মানুষটি দুর্যোগে-দু:সময়ে সাধারণ মানুষের পাশে দাড়িয়েছেন। এই করোনাকালিন সময় তার বাসভবনে প্রতিদিনই অসহায়-এতিম মানুষদের ইফতারের ব্যাবস্থা করেছেন।