পঞ্চগড় হাড়িবাসা কিশোরের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

আছমা আক্তার আখি,পঞ্চগড় প্রতিনিধি:-

পঞ্চগড় সদর উপজেলায় নিজ শয়ন ঘরে গলায় ফাঁস লাগানো অবস্থায় মোস্তাকিন (১৮) নামে এক কিশোরের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৬ অক্টোবর) রাতে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের লক্ষ্মীপতি পাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। জানা যায়, নিহত মোস্তাকিন একই এলাকার রফিকুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার সময় পরিবারের লোকেরা বাড়ির বাইরে ছিল। এদিকে বিকেলে মাঠে নিজেদের জমিতে কাজ শেষে বাড়িতে আসে মোস্তাকিন।

রাতে মোস্তাকিনকে বাড়ির লোকেরা দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করলে এক পর্যায়ে তার নিজ শয়ন ঘরে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ দেখতে পায়। পরে দ্রুত ঝুলন্ত অবস্থায় থেকে রশি কেটে মৃতদেহটি নিচে নামায় পরিবারের লোকেরা।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রাথমিক শুনানি শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।