
আবু সাঈদ দেওয়ান সৌরভ, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি থেকে ৩টি চোরাই মোটর সাইকেলসহ ৫ জনকে আটক করেছে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ। ৬ অক্টোবর বুধবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করা হয়।
আটকৃতরা হলেন– মুন্সীগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার সিলিমপুর গ্রামের আসাদুজ্জামান জুয়েলের ছেলে রেজা মাহমুদ সাইমন (৩২), একই উপজেলার চাষিরী গ্রামের পনির ব্যাপারীর ছেলে মো. জাহিদুল ইসলাম নীরব (২৫) , আবদুল মোতালেব সিকদারের ছেলে সুমন (২২), নুরপুর গ্রামের আইনাল হক কোতোয়ালের ছেলে আমিনুল ইসলাম (৩০), বালিগাঁও গ্রামের নাসির পাঠানের ছেলে মো. সানি (২১)।
তথ্য সুত্রে জানা যায়, গত ৩ অক্টোবর মুন্সীগঞ্জ আদালত প্রাঙ্গণ থেকে আদালতের অফিস সহায়ক মো. ফরহাদ হোসেন রুবেলের মোটরসাইকেল চুরি হয়। পরে ফরহাদ সদর থানায় মামলা করে। এই মামলার সুত্র ধরে আর্ন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের সদস্যদের আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। আসামিদের জিজ্ঞাসাবাদ করে তাদের হেফাজত থেকে চুরি হওয়া মোটর ৩টি মোটর সাইকেল উদ্ধার করা হয়।
উল্লেখ্য, আটক আসামিদের বিরুদ্ধে একাধিক চুরি এবং মারামারির অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে।