হবিগঞ্জের লাখাইয়ে মোটর সাইকেল ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে প্রবাসী যুবকের মৃত্যু

মীর দুলাল হবিগঞ্জ, জেলা প্রতিনিধি: হবিগঞ্জের লাখাইয়ে ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ শামিম মিয়া (২৫) নামে প্রবাসী যুবক নিহত হয়েছেন।নিহতের বাড়ী লাখাই উপজেলার ফুলবাড়িয়া গ্রামে।

ঘটনার পর পরই ঘাতক ট্রাকটি কে আটক করেছে লাখাই থানা পুলিশ,তবে চালক পালিয়ে যায়।
বুধবার (৬ অক্টোবর)২১ ইং দুপুর ১২ ঘঠিকায় লাখাই উপজেলার পল্লী বিদ্যুৎ অফিসের পশ্চিমে দিকের মেইন রোডে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে শামিম আহমদ মারা যান।

নিহত শামীম ফুলবাড়িয়া গ্রামের হাজী সখুম মিয়ার ছেলে।

সে বিদেশে থাকত, ছুটিতে দেশে আসছে।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকটি আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে যায়। আমরা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করছি।