পুকুর থেকে এক নারীর মরদেহ উদ্ধার

আছমা আক্তার আখি,পঞ্চগড় প্রতিনিধি :

বুধবার( ৬অক্টোবর) পঞ্চগড় সদর উপজেলায় পুকুরের পানি থেকে রোকেয়া বেগম (২৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের জোতহাসনা গ্রামে বাড়ির পাশের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রোকেয়া বেগম ঐ এলাকার এরশাদ হোসেনের স্ত্রী।

তবে মৃত্যুটি রহস্যজনক মনে হওয়ায় পুলিশ লাশকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ বিষয়ে নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য পঞ্চগড় সদর থানায় নিয়ে আসা হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে প্রতিবেশী এক নারী রোকেয়ার মরদেহ পুকুরের পানিতে ভাসতে দেখে স্থানীয়দের ডাক দেয়।

পরে স্থানীয়রা থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা বলেন, আমার খবর পেয়ে ঘটনা স্থল গিয়ে লাশকে উদ্ধার করি।

তবে মৃত্যুর বিষয়টি রহস্যজনক বলে মনে হয়। তাই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে রিপোর্ট আসলে বিষয়টি জানা যাবে। তবে এ ঘটনায় নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।