
স্বপন কুমার রায়, খুলনা ব্যুরোপ্রধান:
খুলনার দাকোপে বানিশান্তা আমতলা এলাকায় ৬ষ্ঠ শ্রেনির ছাত্রীকে ধর্ষনের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
থানার এজাহার সুত্রে জানা যায়, উপজেলার বানিশান্তা ইউনিয়নের আমতলা এলাকায় বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতিবেশী জয়নাল গাজীর ছেলে সাব্বির গাজী (২২) নামে এক যুবক দীঘদিন ধরে ৬ শ্রেণির ছাত্রী (১৩) সাথে মেলামেশার এক পর্যায়ে মেয়েটি গর্ভবতী হয়ে যায়।
একপর্যায়ে ছেলেটা অন্যত্র বিয়ে করলে মেয়ের মা সুমি বেগম বাদি হয়ে গত ৪ অক্টোবর রাতে গর্ভবতী মেয়েকে নিয়ে দাকোপ থানায় উপস্থিত হয়ে ধর্ষণের অভিযোগে এজাহার দাখিল করেন।
অফিসার ইনচার্জ সেকেন্দার আলী এজাহার রুজুপূর্বক ( মামলা নং-০২ তারিখ ৫/১০/২১ ধারা-২০০০ সালের নারী ও শিশু আইন এর ৯ (১) মামলা তদন্তের দায়িত্ব দেন পুলিশ পরিদর্শক তদন্ত আশরাফুল আলমকে। ভোররাতে পুলিশ পরিদর্শক তদন্ত আশরাফুল আলম ধর্ষণ মামলার প্রধান আসামিকে আমতলা এলাকা থেকে গ্রেপ্তার করেন। মঙ্গলবার (৫ অক্টোবর) অভিযুক্ত যুবক ও ধর্ষিত মেয়েকে পুলিশ প্রহরার মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
এ ব্যপারে দাকোপ থানা অফিসার ইনচার্জ সেকেন্দার আলী বলেন, ‘এ মামলার তদন্তে ধর্ষণের সহযোগিতায় কারো নাম প্রমানিত হলে তাঁদেরও আসামী হিসাবে মামলায় অন্তর্ভুক্ত করা হবে।’