
ময়মনসিংহ প্রতিনিধি :
আজ ময়মনসিংহ মহানগর যুবলীগের অন্তর্গত ৮ নং ওয়ার্ডের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকেলে ছলিম উল্লাহ রসুলের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অথিতি বক্তব্য প্রদান করেন ময়মনসিংহ মহানগর যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ শাহিনুর রহমান।
তিনি বলেন, যুবলীগ করতে হলে আগে সংগঠনকে ভালো বাসতে শিখতে হবে।, বাংলাদেশ আওয়ামীগ ও যুবলীগ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া ঐতিহ্যবাহী সংগঠন। ময়মনসিংহ মহানগর যুবলীগের ছায়াতলে কোন চাঁদাবাজ, মাদকসেবী, সন্ত্রাস এমনকি কোন হাইব্রিড লোকজনের স্থান হবে না। আমরা সবসময় ঐক্যবদ্ধ থেকে যেকোনো পরিস্থিতি মোকাবেলার মাধ্যমে প্রমাণ করে দিতে চাই ময়মনসিংহের মাটি যুবলীগের ঘাঁটি।
এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর যুবলীগের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রাসেল পাঠান।
তিনি বলেন, আমাদের নেত্রী সবসময় এদেশের মানুষের জন্য কাজ করেন। তার প্রমাণ আমরা দেখিয়েছি কোরনাকালীন মাহামারির সময়ে ময়মনসিংহ মহানগর যুবলীগ ঐসময় দিনরাত এককরে মাঠে কাজ করেছে। আর বিএনপি-জামায়াত ও তার দোসররা ঘরে ঘুমিয়ে অপপ্রচার ছড়াতে ব্যস্তছিল।যুবলীগ সকল লড়াই সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি আরো বলেন, যুবলীগ করতে হলে আগে সংগঠনকে ভালো বাসতে শিখতে হবে।
তাছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রাসেল আব্দুল্লাহ, যুগ্ম-আহ্বায়ক,ময়মনসিংহ মহানগর যুবলীগ, ফারুক হাসান, শাহ আলমগীর জয়, রেজোয়ান সরকার রিফাত, জিয়াউল হক জিয়া, রাজীব খান, রাসেল আহমেদ, সিফাত হাসান রিজন প্রমূখ।
এসময় ,৮ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থীরা মহানগর যুবলীগের অতিথিবৃন্দদের ফুল দিয়ে বরন করে নেন।