
মীর দুলাল হবিগঞ্জ জেলা প্রতিনিধি:
হবিগঞ্জের চুনারুঘাট দেওয়ার গাছ এলাকায় থেকে র্যাবের অভিযানে ৩০ কেজি গাজা উদ্ধার ও মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে র্যাব ৯ টিপিস ২ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল।
সোমবার (০৪ অক্টোবর ২০২১ ইং গভীর রাতে ০১:০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে
র্যাব-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল অতিঃ পুলিশ সুপার বসু দত্ত চাকমা এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানা এলাকার ০৩ নং দেওরগাছ ইউনিয়নের সাতছড়িগামী রাস্তার ফুড ব্যাজ নামক রেস্টুরেন্টের সামনে পাকা রাস্তার উপর হইতে অভিযান পরিচালনা করে
গাঁজা=৩০(ত্রিশ) কেজি, ১টি মোবাইল
১টি সীমকার্ড ১টি মেমরীকার্ড নগদ-৫১০/-টাকাসহ মাদক ব্যবসায়ী সুজন রাজবংশী (২৫), পিতা- চামঠু রাজবংশী, সাং-চাঁনপুর চা বাগান, থানা- চুনারুঘাট, জেলা- হবিগঞ্জ’কে গ্রেফতার করে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন; ২০১৮ এর ৩৬(১) এর টেবিল ১৯(গ)/৪১ ধারায় মামলা দায়ের করে গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত আলামত সমূহ হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।