মুন্সীগঞ্জে ১ কেজি গাঁজাসহ আটক-২

আবু সাঈদ দেওয়ান সৌরভ, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মো. মোকাজ্জল হোসেন (২৪) ও শাহরুখ সারেং (২১) নামে ২ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১। গত ৩ অক্টোবর রবিবার রাত সোয়া ১১ টার সময় শ্রীনগর উপজেলার ভাগ্যকুল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

তথ্য সুত্রে জানা যায়, গত রবিবার রাতে গোপন সংবাদের ভিওিতে র‌্যাব-১১, সিপিসি-১’র কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার একেএম মুনিরুল আলম ও এএসপি মো. সম্রাট তালুকদারের নেতৃত্বে ভাগ্যকুল-বালাশুর রাস্তার ভূঁইয়া ভিলার সামনে থেকে মোকাজ্জল ও শাহরুখকে ১ কেজি গাঁজাসহ আটক করা হয়। গাঁজা ছাড়াও তাদের কাছ থেকে ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

উল্লেখ্য, আটক মাদক কারবারিদের বিরুদ্ধে শ্রীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

প্রাসঙ্গিক, মাদক কারবারি মোকাজ্জল শ্রীনগর উপজেলার ভাগ্যকুল গ্রামের তোফাজ্জল খানের ছেলে ও শাহরুখ সারেং একই এলাকার শাহ আলম সারেংয়ের ছেলে।