হবিগঞ্জের বানিয়াচং ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো প্রবাসী ভাই

মীর দুলাল হবিগঞ্জ জেলা প্রতিনিধি:

হবিগঞ্জের বানিয়াচং শিশুদের ঝগড়া নিয়ে ভাই ভাতিজার দেশীয় অস্ত্র (পিকলের) আঘাতে প্রবাসী শাহাব উদ্দিন (৩২) নিহত হয়েছে।

সোমবার (০৪ অক্টোবর)২১ ইং সকাল ১১ ঘঠিকায় বানিয়াচং উপজেলার যাত্রাপাশা গ্রামের এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়
দীর্ঘদিন ধরে ওই গ্রামের ইরফান উল্লাহ দুই ছেলে শাহাব উদ্দিন ও হারুন মিয়া মধ্যে বাড়ির জমি জামা নিয়ে বিরোধ চলে এসেছিল!

অদ্য সকালে শিশুদের ঝগড়া নিয়ে নিহত শাহাব উদ্দিনের বড় ভাই হারুন মিয়া ও তার ভাতিজা আনোয়ার হোসেন শাহাব উদ্দিনকে দেশীয় অস্ত্র (পিকল) দিয়ে বুকে আঘাত করে !
স্থানীয়রা সাহাব উদ্দিন কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসাক তাকে মৃত্যু ঘোষণা করেন।

হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা ডাক্তার মিঠুন রায় নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এমরান হোসেন জানান, উপজেলার যাত্রা পাশা গ্রামে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন মারা গেছে।

এ ঘটনার সাথে জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে খবর পেয়ে হবিগঞ্জ পুলিশ সুপার এসএম মুরাদ আলি বলেন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংষর্ষে ঘটে!

খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ গিয়ে নিয়ন্ত্রণ করে এবং বিষয়টি আমি নিজের দেখার জন্য আমি

হবিগঞ্জ সদর হাসপাতালে ছুটে এসেছি!
নিহতের বিষয় টি দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে