হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ অলিপুর প্রাণ আরএফএল কোম্পানির কারখানায় শ্রমিকের আঘাতে শ্রমিক নিহত

মীর দুলাল হবিগঞ্জ জেলা প্রতিনিধি:

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর প্রাণ আরএফএল কোম্পানির কারখানার ভেতরে সুজন বৈষ্ণব (২৫) নামে এক শ্রমিক খুন হয়েছেন।

নিহত সুজন বৈষ্ণব বানিয়াচং উপজেলার করছা গ্রামের সোমলাল বৈষ্ণবের ছেলে ।

রোববার (৩ অক্টোবর) বিকাল সাড়ে ৩ ঘঠিকায় সহকর্মীর ধারালো অস্ত্রের আঘাতে তিনি নিহত হয়েছে।

এ ঘটনায় অভিযুক্ত ঘাতক মিন্টু মিয়াকে আটক করেছে সায়েস্তা গঞ্জ থানা পুলিশ।

শায়েস্তাগঞ্জ উপজেলার উলুহর গ্রামের সাজু মিয়ার ছেলে মিটু মিয়া!

তারা ২জনই প্রাণ আরএফ এল কোম্পানীতে মেশিন অপারেটর হিসেবে কর্মরত ছিলেন ।

শায়েস্তাগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মুর্শেদ আলম গণমাধ্যমকে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কী কারণে তাকে খুন করা হয়েছে জানা যায়নি।