হবিগঞ্জের চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

মীর দুলাল হবিগঞ্জ জেলা প্রতিনিধি:

হবিগঞ্জের চুনারুঘাটে র‍্যাবের অভিযানে ধর্ষন মামলার প্রধান আসামি গ্রেফতার!

র‌্যাব-৯ সিপিসি-১ হবিগঞ্জ ক্যাম্প এর একটি দল চুনারুঘাট থানা এলাকা থেকে ধর্ষণ মামলার এজাহার নামীয় প্রধান আসামীকে গ্রেফতার করেছে৷

রবিবার (০৩অক্টোবর) ২১ ইং দুপুর হবিগঞ্জ বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে বলে চুনারুঘাট থানা পুলিশের সুত্রে জানা যায়।

২ অক্টোবর রাত সাড়ে ৮ টায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর হবিগঞ্জ ক্যাম্পের কমান্ডার লেঃ কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান এর নেতৃত্বে এ অভিযানটি পরিচালনা করা হয়৷

এসময় চুনারুঘাট বাজার এলাকা হইতে ধর্ষণ মামলার এজাহার নামীয় প্রধান আসামী চন্দনা এলাকার লাল মিয়ার পুত্র জাহির মিয়া (৩৫) কে গ্রেফতার করা হয়৷

গ্রেফতারকৃত আসামী’কে চুনারুঘাট থানার মামলা নং ৩৬, তারিখ ১৬/০৯/২০২১, ধারাঃ-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/০৩) এর ৯ (১) মূলে থানায় হস্তান্তর করা হয়।

গ্রেফতার এর বিষয় টি নিশ্চিত করে মিডিয়া সেল এ প্রেসবিজ্ঞপ্তি প্রকাশ করেন র‍্যাব৯ সিপিসি ১ হবিগঞ্জ।