
আবু সাঈদ দেওয়ান সৌরভ, মুন্সীগঞ্জ: “গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি” এ প্রতিপাধ্যকে সামনে রেখে আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিরাপদ সড়ক চাই টঙ্গীবাড়ি শাখার উদ্যোগে ম্যাসব্যাপী কর্মসূচীর অংশ হিসাবে সড়ক দুর্ঘটনা রোধে করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ অক্টোবর) বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জে ফ্রেন্ডস কিচেন পার্টি প্যালেস এর সম্মেলনে কক্ষে এ আলোচনার আয়োজন করা হয়।
এ আলোচনা সভায় নিরাপদ সড়ক চাই জেলা টঙ্গিবাড়ি উপজেলা শাখার নিরাপদ সড়ক চাই ও কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য এম জামাল হোসেন মণ্ডলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) রাসেল মনির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. সামসুন নাহার শিল্পী, ট্রাফিক ইন্সপেক্টর (সদর) শাহ আলম, সুজন সুশাসনের জন্য নাগরিক (সনাক) সাধারণ সম্পাদক অ্যাড. জানে আলম প্রিন্সসহ নিরাপদ সড়ক চাই সংগঠনের সদস্যবৃন্দ ও সাংবাদিকগন।
আলোচনায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও পরামর্শ প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) রাসেল মনির ও ট্রাফিক ইন্সপেক্টর (সদর) শাহ আলম মৃধা। অতিথিরা সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে অনুরোধ করেন এবং সড়ক দূর্ঘটনা রোধে নানা রকম পরার্মশ প্রদান করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন- মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের ধর্ম বিষয়ক সম্পাদক সাংবাদিক আবু সাঈদ দেওয়ান সৌরভ, মাসুদ রানা, জেলা প্রেসক্লাবের সহ সভাপতি আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন শিহাব, প্রচার সম্পাদক সাখাওয়াত হোসেন মানিক, রাজ মল্লিক, নিউজ ৭১ ডট টিভির চেয়্যারম্যান জাহাঙ্গীর আলম, কাজী বিপ্লব হাসান প্রমুখ।