হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ২৪বোতল ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মীর দুলাল হবিগঞ্জ জেলা প্রতিনিধি:

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ভারতীয় ২৪ বোতল মদ সহ সাগর আহমেদ (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার(২ অক্টোবর)২১ ইং দুপুর উপজেলার দেউন্দি সড়কে অভিযান পরিচালনা করে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ!

পুলিশের অভিযানে মাদক ২৪ বোতল ভারতীয় নিষিদ্ধ মদ উদ্ধার ও মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেন।

আটককৃত সাগর আহমেদ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের টেকেরঘাট গ্রামের সাদেক মিয়ার ছেলে সাগর মিয়া( ২৩)

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) অজয় চন্দ্র দেব বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
তিনি জানান মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।